বাংলাদেশ নির্বাচন কমিশন
জেলা নির্বাচন অফিসারের কার্যালয়
নওগাঁ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন স্থাপিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে। একাধিক নির্বাচন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতিরূপে কাজ করবেন। সংবিধানের বিধানবলী সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও কোন নির্বাচন কমিশনারের মেয়াদ তাঁর কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এ নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হল রাষ্ট্রপতি ও সংসদে নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা (এর মধ্যে সকল স্থানীয় সরকার পরিষদ যেমনঃ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ অর্ন্তভুক্ত) এবং আনুষাঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন থাকবেন এবং কেবল সংবিধান ও আইনের অধীন হবেন। নির্বাচন কমিশন দায়িত্ব পালনে সহায়তা করা সকল কর্তৃপক্ষের কর্তব্য।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, নওগাঁ বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিকদের সেবা প্রদানকারী মাঠ পর্যায়ের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নওগাঁ জেলার প্রত্যেক যোগ্য নাগরিককে জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটার তালিকা হালনাগাদ এবং নওগাঁ জেলাতে অনুষ্ঠিত হওয়া সকল পর্যায়ের নির্বাচন সফলভাবে পরিচালনা করা জেলা নির্বাচন অফিস,নওগাঁ'র অন্যতম মূখ্য দায়িত্ব।
জেলা নিবাচন অফিসারের কার্যালয়, নওগাঁ'র সাংগঠনিক কাঠামো
বর্তমানে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, নওগাঁ'র অধীনে মোট ১১ টি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় রয়েছে।
নওগাঁ জেলায় বর্তমানে ৬ টি সংসদীয় আসন, ১১ টি উপজেলা, ৩ টি পৌরসভা, ৯৯ টি ইউনিয়ন পরিষদ এবং ২৮৫৪ টি গ্রাম রয়েছে।
নওগাঁ জেলার ভোটার তথ্যঃ(১৪. ১০. ২০২৪ পর্যন্ত)
মোট ভোটার - ২২৫০০১১ জন, পুরুষ ভোটার - ১১২৪৬৬২ জন, মহিলা ভোটার - ১১২৫৩৩৭ জন, হিজড়া ভোটার - ১২ জন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS